ওরে আমার স্বপ্ন-সহচরী,
আমি তোকে আজও মনে করি।

বৃষ্টি ভেজা প্রাতে,
অশ্রুর ঝাপটায় ভিজে
আমি তোকে আজ মনে করি
ওরে স্বপ্ন-সহচরী।

আশার তৃষ্ণা ভরা বুকে,
রোজ'ই ঘুম থেকে উঠে
তোর কথাই ভাবি
ওরে স্বপ্ন-সহচরী।

তোকে নিয়ে দেখা স্বপ্ন গুলি
ধুলায় খায় লুটোপুটি
দিবি কি কুড়িয়ে সাজিয়ে?
ওরে স্বপ্ন-সহচরী।

আমার হাতের শূন্য তালুতে
তোর হাত চাই ধরে রাখিতে
দিবি কি হাতটা বাড়িয়ে?
ওরে স্বপ্ন-সহচরী।


একসাথে যাওয়া সেই বর্ষায়
আজও মনে পড়ে যায়
যখন একা হেঁটে যাই
অতীতের স্মৃতি ভেজা রাস্তায়।

আজও মনে পড়ে যায়
আমার মনে ঝটিকা-তরঙ্গ সৃষ্টি করি
তোমার মায়াবী ওষ্ঠের সেই হাসি

ওরে স্বপ্ন-সহচরী
আমি তোকে আজও মনে করি।

ব্যাথার চাদরে জড়ানো এ হৃদয়
চাদর সরিয়ে দিবি কি একটু সুখে ভরিয়ে?
ওরে স্বপ্ন-সহচরী
আমি আজ তোর আশায় আছি।

তোর'ই সম্মুখে পেতেছি আজ হাত
ওরে স্বপ্ন-সহচরী
হাতে হাত রেখে
হোবি কি চির-সহচরী?