হ্যাঁ এনারাই শিক্ষক,
যারা লাঞ্চিত-নির্যাতিত-অপমানিত প্রতিটা মুহূর্তে।
তোমার 'জ্ঞানের তৃষ্ণা নিবারণ কারী' সে বৃষ্টি এনারাই।

হ্যাঁ এনারাই পারেন-
দিক হারা তোমার মাঝ সমুদ্রের জাহাজকে
ধ্রুব তারা হয়ে
কিনারে পৌঁছে দিতে।
এনারাই সেই সিঁড়ি যা তোমাকে তুলে ধরে
সাফল্যের শিখরে।
হ্যাঁ এনারাই পারেন!

দিনের শেষে ক্লান্ত নয়ন আচ্ছন্ন,
তখনও তোমার শত প্রশ্নের উত্তর
তুলে ধরে তোমার সম্মুখে!
এনারাই!

দেহের কথা দূরে থাক,
ক্লান্ত মনে অবিরত বাক্য জ্ঞাপন
               করে চলে,
শুধু তোমাদের সাফল্য কামী হয়ে।
এনারাই!

হ্যাঁ এনারাই তারা,
যারা হয়ে ওঠে তোমাদের ব্যঙ্গের পাত্র,
তোমাদের ক্ষোভের মুখে পড়ে যারা নির্যাতিত।
তবুও তারা অবিরত মস্তিষ্কের ঘাম ঝরিয়ে চলে
শুধু তোমাদের জন্য!

হ্যাঁ এনারাই পাড়ে
পুরাতনকে নতুন করে গড়তে,
অন্ধ দেওয়াল ভেঙে দিয়ে তোমায় তুলে ধরতে।

এনারাই পাড়ে
বিশ্বকে নতুন পথ দেখাতে
নতুন কোনো দরজা এনারাই পারে খুলতে।

এনারাই পারে
সেই উজ্জ্বল পথ বিশ্বকে দেখতে
এনারাই পারে বিপ্লবের আঁচ তোমার বুকে জ্বালাতে।
হ্যাঁ এনারাই পারে।।