ঘাসের ডগার শিশির বিন্দু
প্রতি ভোরে পেয়েছে তাকে
তুমি কখনো খুঁজেও দেখোনি।
রাস্তার যানজটে দাঁড়িয়ে
চিঠি লিখেছো ‘অশান্তি অশান্তি’
বিকালের নরম সূর্যে নয়ন পাতনি।
তুমি আগুনের ছোট্ট ফুলকি দেখে
চিৎকার করেছো ‘আগুন আগুন’
তাকে জাপটে ধরে মহাসাগরের গভীরে ডুব মারোনি।
তুমি তুফানের মুখে পড়েই মুষড়ে পড়েছ
তুফান ভেদ করে বাড়ি ফেরার কথা ভাবনি,
অনুভব করোনি তুফানের শেষে শান্তি।
তুমি শান্তির কাব্য পাঠ করতে গিয়ে
বেছে বেছে অশান্তি গুলো লিখেছ
তবুও বলবে তুমি শান্তি খুঁজেছ?
পৃথিবীর অন্তিম প্রান্তে পড়ে থাকা
কিছু পচা গলা হিংসুটে মন ছাড়া
শান্তি সবর্ত্র।
তবুও তুমি খুঁজে পাওনি?
“না! তোমাকে খুঁজতে দেয়নি তোমার উদ্-গ্রীব মন।“