ব্যাস্ততার রুমালের ভাঁজে
অলিখিত স্বপ্ন গুলো অপূর্ণ'ই থেকে যায়
গোলাপ সেতো রোজ'ই ফোটে আবার ঝরে যায়,
শুধু সময়ের অপেক্ষায়।
ব্যাস্ততার মাঝে খুঁটে খুঁটে সময়কে বাঁচাই
শুধু একটি সাক্ষাৎকারের আশায়।
উড়ে প্রেম আজও তার খোলা চুলের ভাঁজে,
নিবদ্ধ দৃষ্টি আজও পায়না ছাড়া
তার চোখের পলক থেকে,
কম্পিত ধমনী দিয়ে উষ্ণ রক্ত যায় ছুটে
আজও যখন সে সামনে আসে।
উজানে দাঁড় বেয়ে, চলে যাই অন্ধকারের ভিড়ে
প্রেমের নেশা লাগা ঝাপসা চোখ,
তবুও খুঁজে চলি সাক্ষাৎকারের পথ, অন্ধকারের ভিড়ে
শেষ মোমবাতিটি নিভে যাওয়ার পর
হয়তো উজান স্রোতে হারিয়ে যাবো সেই অন্ধকারের ভিড়ে
তবুও পৌঁছাতে চাই, সাক্ষাৎকারের সেই স্বপ্ন চূড়ায়।
এমনি কোনো সকাল হবে,
প্রশ্নের আগে উত্তর পাবো
রঙিন হবে মেঘলা আকাশ
আদ্র হবে শুস্ক বাতাস
লাগবে নেশা চারিপাশে,
বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে, আসবে সে সাক্ষাৎকারে।