একদিন শুকতারা মাঝ রাত্রে ডেকে তোলে
সাগর দেখাবে বলে।
হা করে দেখি তার বিশালতা; অমৃত-সম্পদ
যুগে যুগে গুপ্তধনের ভান্ডার সোনালী তটরেখা।
দক্ষিণের কালিমাময় সাগর থেকে
বাতাস উঠে এসে শোনায় ঝড়ের গল্প;
ভয়ে মাথার ওপরের কালো চাঁদোয়াতে
মিট মিট করতে থাকা জোনাকি গুলো
একে একে চলে যায়।
একটা ঢেউ উঠে আসে; বিশাল!
আছড়ে পড়ে পাথর গুলোতে; বিকট আর্তনাদ।
মুহূর্তের ফেনিয়ে ওঠে সাগরের জল
দমকা হওয়া উঠে আসে সাগর থেকে
ঝাউ বনে গাছের ডালে ডালে কাঁপুনি
তারপরেই অন্ধকারে ভেসে যায় সব কিছু।

পরদিন:
      সূর্য উঠে আসে রক্ত মাখা সাগর থেকে
      শিমুল তুলো গুলো ভেসে ভেসে যায়।
      ওরা বেঁচে গেছে;
      বেঁচে নেই ওদের বাঁচিয়ে রাখা স্বপ্ন গুলো
      সাগরে ফেনিয়ে ওঠা বিষ ওদের গায়ে মাখা মাখি।


*সম্পূর্ণ কল্পনার ভিত্তিতে।*