আমি চাইলেই সব পারি
কিন্তু করবো কেন?
আমি ভয় পাই
যদি ঘুমিয়ে পড়ি আর সকাল না হয়?
আমি চাইলেই সব পারি
কিন্তু করবো কেন?
তাতে তো আমার কোনো লাভ নেই,
দিনতো আমার বেশ কেটে যায়
গাইতে গাইতে হরিনাম,
অযথা সময় নষ্ট
অযথা অন্যায়ের প্রতিবাদ।
ক্ষমতা আমার কিছুই নেই
একতা নেই ভীতে,
একটা ঘা মাড়লে পরে
মুচড়ে পরি সমূলে।
আমি চাইলেই উঠতে পারি জ্বলে
কিন্তু কেউ কখনো-
আমার অন্দরের গুপ্ত অঙ্গার খুঁজে দেয়নি।
চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়নি ক্ষমতা
শিখেছি শুধু কচ্ছপের মতো গুটিয়ে যেতে,
তরোয়াল হাতে ধরিয়ে দিয়ে
রণক্ষেত্রে নাবিয়ে দেয়নি কেউ।
আমি শুধু সমালোচনা করতে জানি
সামনে গিয়ে রুখে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই
সে সাহস জন্মের সময়েই
কেড়ে নেওয়া হয়েছে আমার বুক থেকে,
আমি জানি অন্যায় কে প্রশ্রয় দিতে
আর প্রতিবাদকে গলা টিপে খুন করতে।
আমি চাইলেই সব পারি
রুখে দিতে পারি অন্যায়
আনতে পারি শান্তি আমার এলাকায়,
ফিরিয়ে আনতে পারি আমার হারিয়ে যাওয়া স্বাধীনতা।
শুধু ভীতে চাই একতা
আর বুকের মাঝে আগুন।
আমি চাইলেই সব পারি
এই অশান্তির যজ্ঞ আমি নিভিয়ে দিতে পারি।