শান্ত!
বড়'ই শান্ত!
রোজ যদি হত এমন'ই,
বড় সুন্দর লাগতো,
এই মহানগরী।
দীৰ্ঘশ্বাস ছেরে-
ক্লান্তীতে,
ফুটপাত এখন ঘুমিযে়।
আহা!
হৰ্ন মেরোনা! চলে যাও!
শহর টাকে একটু শান্ত থাকতে দাও।
একটু বিশ্রাম দাও!
আবার কাল থেকে শুরু হবে:
বিরামহীন উৎকন্ঠা,
আর রাস্তার ছেযে় যাবে মানুষের ঢল।
থাক একটু বিশ্রাম দাও আজ,
কাল আবার জাগিও।।