আমাদের ভালোবাসার শহরে
আমি পাগলের মতো পড়ে থাকবো
বেদনা গুলো আমায় ঢিল ছুঁড়ে মারবে,
আমি এক কোনে বসে কাঁদবো।
অনুভূতির তাড়া খেয়ে
তোমার চৌকাঠে গিয়ে পড়ে থাকবো।
ছেঁড়া স্মৃতি গুলোকে
জড়িয়ে রাত কাটাবো,
অগোছালো স্বপ্নের পুটলিটা
গোটা শহরে নিয়ে ঘুরবো।
আশার ঝাড়ু দিয়ে ভালোবাসার শহরের
সব নোংরা পরিস্কার করবো
তার মাটি আঁকড়ে ধরেই বাঁচবো।
বিদ্যুৎহীন রাত্রে
আমার স্বপ্ন গুলোকে একে একে জ্বালিয়ে
তোমার চৌকাঠের সব অন্ধকার মুছে দেব।
স্বপ্ন গুলো পুড়ুক
তবুও তোমার পথ আলোকিত রাখবো।
গোটা চারিদিক খুঁজবো তোমাকে
তারপর দেখা পেয়ে ক্ষণিক তাকিয়ে
ছুট্টে পালিয়ে, পুরানো তোমাকে
আবার খুঁজবো গোটা শহরে।
এ ভালোবাসার শহরে একসাথে বাঁচবো,
তবুও পুরানো তোমাকে আমি খুঁজবো।।