রাস্তা থেকে কুয়াশা নেবে যাওয়ার আগেই
পাহাড় ভেঙে পড়েছে,
বুকে পাথর চাপা পড়ে মরেছে প্রেমিকের দল।
গোলাপ চারা পুঁতবো কোথায়!?
যেখানেই লাগাই শিকড় গিয়ে ফুঁটে
পচে যাওয়া প্রেমিকের অস্তি মজ্জায়।
কপিকল টানতে থাকা প্রেমিকের বুকে
রক্ত উঠে এসেছে; কালো রক্ত!
বুকের ভিতরে ধুনচি জ্বেলেছে;
নৌকা ভাসিয়ে কে পালাবে?
ভালোবাসা ছুঁচের মতো এসে বিঁধেছে বুকে,
তারপরে আগুন জ্বলে উঠে;
এক বুক জলে নেবে-
প্রেমিকার বুক থেকে চুষে নেয় কার্বন-ড্রাই-অস্কাইড।
যতক্ষণে হুশ ফেরে;
বিষ ছড়িয়েছে তার সমস্ত অস্তি-মজ্জায়
তার বুকের ভিতরের ধুনচি-
ততক্ষনে চিতা সাজিয়েছে।।