ভেঙ্গেছে কলমের নিব
ক্ষান্ত তোমার হাসি।
তবু কেন যে বারে বারে
লাভাতে ফেলি আশার রশি!?
পোড়া ফোস্কার দাগ
মিলাবে কি এত সহজে!?
বুক পকেটের কলমটার মত
আসবে কি কখনো সন্নিকটে?
দগ্ধ হয়েছে ডানা যে পাখির
সে পারে কি উড়তে!?
লাইটটা জ্বেলে দেখো
আমায় পাবেনা আর দেখতে!
ঘড়ির কাঁটা শরীরে বিঁধেছে
তাই কাতরাচ্ছে কত শব্দ।
কাঁচেতে ধরেছে ফাট,
টিকিয়ে রাখা খুব'ই শক্ত।
ভালোবাসার বিষাক্ত ছোবলে
ভরে তুলবে কি আর কখনও
আমার প্রতিটি অঙ্গ?
মাঝ রাত্রে জল খেতে গিয়ে বিষম খেলে
যেনো জেগে আছি এখনও তোমার জন্য।
নতুন কলম পেলে
এই কাহিনি আবার শুরু করবো।
পরনের বস্ত্রে লেগেছে কাদা দাগ,
পথের ধারে বসবাস।
লোকে দেখে বলে 'ওটা পাগল'
ওর থেকে দূরে থাক।
জানি এখন আর পরেনা মনে,
কারণ এখন তুমি অন্য কারো
"পরিণীতা" বেশে।।