অনেক স্বপ্ন ঝড়িয়েছি
তোমাকে কাছে পাবার,
তাই ভেসে গেছি
আজ দুঃখের বন্যায়।
অপেক্ষার প্রহরী হয়ে দাঁড়িয়ে থেকেছি
তোমাকে কাছে পাওয়ার আশায়।
গোলাপ কবে গেছে শুকিয়ে
তুমি ফিরোনি আর
আমার হৃদয়ের রাস্তায়।
তোমার পথ গিয়েছে ঘুরে
আমি অপেক্ষাতেই রেখে।
আমি শুন্য হাতে সময়কে ধরে
বারে বারে মপি-
তোমার ফিরে আসার পথে তাকিয়ে।
তোমার আলিঙ্গনে
ফুটেছে আজ হাসি অন্য কারো ঠোঁটে।
আমি হেথায় একলা বসে
তোমার অপেক্ষাতে।
তোমার নতুন ভালোবাসা এখন যৌবনে
সব পার হয়ে , আমি এখন অপেক্ষার বার্ধক্যে।
না এখন আর শুধু তোমার অপেক্ষাতে নেই
অপেক্ষায় আছি এই দিন অবসানের।
যদি কখনো একলা রাতে
আমায় মনে পরে,
গোলাপ রেখে যেও আমার সমাধিতে
আমি থাকবো অপেক্ষাতে।।