আমি অনুভব খুঁজে বেড়াই
এই শহরের আনাচে কানাচে
ভূমিকম্পে ভেঙে পড়া অট্টালিকার নুড়ি-পাথরে।
পেয়েছি শুধু তৃষ্ণার্থ মরুভূমির তীব্র হাহাকার
মহুয়ার উগ্র নেশা লাগা শান্তি এখানে নেই।
মিথ্যা অঙ্গীকারের ভীতে দাঁড়িয়ে থাকা
রাজনীতির মৃত্রিকা খনন করে
পেয়েছি শুধু মুঠো মুঠো স্বার্থপরতা
আর প্রতিহিংসার আগুনে জ্বলে যাওয়া মানবিকতার ছাই।
চটে যাওয়া রাস্তার পিচে
চোখে চোখ রেখে জেনেছি
টাকার গন্ধের সাথে মিলিয়েছে কত সততা
মানব সুমদ্রে সম্পদের খোঁজে বেরিয়ে
পেয়েছি; ধর্মের লস্যি গোগ্রাসে গিলে খওয়া গাদা গাদা মন,
আত্মস্বার্থে জেগে থাকা সমাজ।
নির্দিষ্ট একটি অক্ষাংশ ছাড়া
ভালোবাসার বিন্দুমাত্র আর কোথাও নেই।
বসন্তের আবিরের মতো রঙিন অনুভবের সন্ধানে
পেয়েছি; দীর্ঘদিনের অযত্নে পড়ে থকা রংচটা দেওয়াল।
অবশেষে নিজ চিত্তের গভীরে ডুব মেরে
খুঁজে পেয়েছি তাকে।
কখনও পেয়েছি তাকে নির্জন প্রান্তরে
কখনও টেবিলের কোনে জ্বলতে থাকা
মোমবাতির নিশ্চল শিখায়
আবার কখনও বা জ্বলতে থাকা চিতা থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গের মাঝে।