আজও মনে হয় আমি হাঁটতে শিখিনি
চোখের দৃষ্টি হয়তো ক্ষিণ!
হোঁচট খেয়েছি শুধু শুধরাতে শিখিনি ভুল।

হয়তো আমি মানুষ নয়; অমানুষ!
মানুষ হয়েই লাভ কি!?
গোপনে স্বার্থসিদ্ধির খোঁজ?

আমি চুপ থাকি
শুধু শুনে যাই
কিছুই বুঝিনা
বোঝার কথাও না,
গোলক ধাঁধা পার করিনি কখনো।

অপমানের কাদা আমার গায়ে লাগে না
নির্লজ্জ!
বেহায়ার মতো আবার চলে যাই
পুটলিতে ভালোবাসা বেঁধে নিয়ে।

আমি নিজেই নিজেকে ভালোবাসি
কেউ কখনো নীলপদ্ম খোঁজেনি আমার চোখে
হাতের শিরার রক্ত স্রোতে ভাসেনি কেউ
সবাই শুধু স্বর্ণরেণু খুঁজেছে
হৃৎপিণ্ডে আঙুল গুঁজে।

সদ্য গজিয়ে ওঠা ঘাসের কোলে মাথা রেখে ঘুমিয়ে পরি
সবাই শুধু হাসে
কেন জানি না!
হয়তো ওদের হিংসে হয়
ওদের নরম বালিশের নিচে থাকা
পেরেক গুলো ওদের ঘুমোতে দেয়না তাই।

আমি এখানে ওখানে কান পাতিনা
ইতি উতি ঘুরে বেড়াই শুধু
আমি অমানুষ তাই মানুষের সাথে মিশিনা।