হে ভগবান কোথায় তুমি!
আমি হারিয়ে ফেলেছি তোমার দেওয়া ঐশিকী।
কাছে পেয়েও
           তাকে আগলে রাখতে পারিনি।
হারিয়ে ফেলেছি অনেকটা দূরে
আমার আলোয় ভরা অতিতে।

আমি হারিয়ে ফেলেছি
নাকি তুমি কেড়ে নিয়েছ?
আমি বুঝতে পারিনি
তুমি ফিরিয়ে দাও আমার ঐশিকী।

আমি কি রাখিনি তাকে হৃদয় মাঝে?
নাকি তাকে রাখেছিলাম,
আমার কষ্ট গুলোর মাঝে
এক দুঃখ ভরা জগতে?
যে তুমি কেড়ে নিলে তোমার ঐশিকী কে?

ভাগাবান!
আমার আঁধারে ভরা এ জীবনে
ফিরিয়ে দাও ঐশিকী
যাতে আবার প্রভাত দেখতে পারি।।