অবাক জীবন!
অবাক করলে আমায় তুমি!
কত প্রচেষ্টা তোমাকে আবদ্ধ করতে এই স্বপ্নের সুখাচ্ছন্ন দেশে,
আমার সব উদ্যম ব্যার্থ করে দিয়ে
তোমার মোহ শুধু এই
ছলনাময়ী-প্রেমময় দুনিয়াতে!
কি পেয়েছ তুমি এখানে?
এ তো শুধু এক দুঃক্ষের চোরাগলিতে
হেঁটে চলা ছাড়া আর কিছুই নয়,
তবুও কিসের এত মোহ!?

জীবন;
       রোমাঞ্চ!
       এক গভীর রোমাঞ্চ!
       প্রাতঃকালে হারিয়েছি
       এই দুঃখের মহাসাগরে,
       শুধু এই ক্ষুদ্র প্রেমের তরী নিয়ে
       তারপর সমস্ত উদ্যম
       একত্রিত করে
       অভিযান শুরু সেই
       স্বপ্নের সুখময় মহাদেশের খোঁজে।
       মাঝে মাঝে ছোট্ট দীপে
       স্বল্প সুখের পরশ নিয়ে
       আবার হারিয়ে যাওয়া
       সেই মহাদেশের খোঁজে।
       সে এক গভীর রোমাঞ্চ!
       ও তুমি বুঝবে না।

অবাক জীবন!
অবাক করলে আমায় তুমি!
তুমি রও এই দুক্ষ ভরা রোমাঞ্চের ঘূর্ণিপাকে,
আমি থাকি স্বপ্নে-
সেই সুখময় মহাদেশে।।