এ ভালোবাসা আক্রান্ত ক্যান্সারে
ধ্বংস হয়েছে বহু কোষ,
বাঁচানো তাকে ভীষণ দায়
যমদূত এসে দাঁড়িয়েছে তার আঙিনায়।
আমি ক্লান্ত বিষাক্ত কোষ বাদ দিতে দিতে...
তবুও করে চলেছি, নইলে বলবে-
সব'ই আমার দোষ!
এবার যদিনা দাও একটু আনু-কুল্য
হাড়িয়ে ফেলবো তাকে বাঁচানোর
সমস্ত উপায়।
একই চিতাতে জ্বলবো দুজনে;
আমি আর এই ভালোবাসা।
উত্তপ্ত চিতার তাপে একটু উষ্ণ হয়ে নিও
যাতে শীতলতা তোমায়-
গ্রাস না করতে পারে।
এই ভালোবাসা নিয়ে ঘেরা স্মৃতি গুলোকে
পুড়িয়ে দিও ওই এক'ই চিতাতে
যাতে বিন্দু মাত্র আক্ষেপ না থাকে
তোমার মনের কোনাতে।
সর্বদা মুখে হাসি ভরে
থেকো তুমি নিজের মতো করে
উড়ো চিঠি আর আসবেনা বাধা দিতে।
মৃদু হাওয়া শুধু একটি কথা বলবে:
আসুক তোমার জীবনে
আবারো নতুন করে
সেই 'চৌঠা অক্টোবর'।।