এখন কেউ নেই, শুধু রাত্রি নেবে এসেছে
পায়ের নিচে মাটি আছে কি নেই
জানিনা, সব'ই কালো;
সাদা বলতে শুধু পুব আকাশে তলানিতে
ঝুলতে থাকা কুঁচ মেঘ গুলো
আলোর উৎস অজানা।

যতটা নিস্তব্দ হওয়ার কথা, ততটা নয়
কান পাতলেই ভেসে আসে নানা শব্দ।
কুঁজো হয়ে বসে থাকা ঝোপে ঝিঁঝির চিৎকার;
                                                 অসহ্য!
তবুও চোখ পেতে থাকি তারা দের মাঝে;
কেউ নেই, কেউ আসবেও না;
কেউ দেখবেও না-
এই মাঝ রাতে জোনাকিতে ঢেকে থাকা মেহগিনি।

একা থাকা বিরক্তিকর,
                              তবুও শান্তি!
নিঃসঙ্গ-নিদ্রাহীন রাত্রি কাটিয়ে দেওয়া যায়
ক্ষণে ক্ষণে নেবে আসা শিহরিত বাতাসের স্পর্শে।

যেটুকু রাত্রি আছে এ জগৎ আমার;
তারাদের মাঝের ফাঁকা স্থানে আমার ভাবনা।
                                          যুক্তিহীন!
আলোকবর্ষ থেকে আলোকবর্ষ ঘুরে আসি
অন্ধকার যাত্রাপথ। যখন ফিরেআসি মেহগনি
ঘুমিয়েছে।
পুব আকাশের সাদা মেঘ গুলো এখন লাল।