রাত্রির কৃত্রিম সূর্য নিভে যেতে
ঘরের নিবিড় অন্ধকারের মাঝে
হঠাৎ তারার মতো মিট-মিট করে
জ্বলে উঠলো দুটো জোনাকি।
সমস্ত কৃত্রিমতাকে ভঙ্গ করে,
যেন পৌঁছে দিলো বিস্তৃত-দিগন্ত প্রান্তরে,
হাজারো নক্ষত্রের নিচে,
যেথা বসে আমি একাকি।
যেথা মুক্ত মৃদু বাতাস,
আবদ্ধ মুমুর্ষ মনের জানালা কাঁপায়।
কোমল ঘাসের বিছানা পেতে,
পৃথিবী যেথা রেখেছে
অতিথি আপ্যায়নে।
যেথা তারায় ভরা মহাসাগরে
দাঁড় বেয়ে ভেসে চলে চাঁদ।
আর দূর দিগন্তে প্রহরীর
মতো্ দাঁড়িয়ে থাকে একটি গাছ।
নিবিড় অন্ধকারের মাঝে
তলিয়ে গিয়েছিলাম ভাবনার অতলে।
যেখান থেকে চুলের মুঠি ধরে
টেনে তুলে আনলো কৃত্রিম আলো
আবার সেই আবদ্ধ সিমেন্টের সার্সিতে।