বাজাও আজি মৃত্যুর মরণ বীনা
এক গভীর হিম শীতলতা
গ্রাস করুক আমার প্রতিটা অঙ্গ।
বড় ব্যাথাতুর এই
একাকিত্বের শ্যাওলা পরা জীবন।
কেউ কি আছে; যে শুনাবে
সেই মন মাতানো সুর,
সেই খামে মোড়া চিঠির সুগন্ধে
ভরে তুলবে ঘরের প্রতিটা কোন!?
একাকিত্বের পর্দা ভেদ করে
ঘটবে কি কারো আগমন?
পড়েছে শীত ঝরছে গাছের পাতা,
আমারও ঝরে পড়ার সময় এসেছে
কেউ আটকিওনা!
এই হওয়ার সাথে উড়ে গিয়ে
আমিও ঝরে পড়তে চাই চির শান্তির দেশে।
জীবন রং চটা দেওয়ালের মতো ম্যার ম্যারে,
ভালোবাসা ক্ষয়চক্রের শেষে,
জলবিভাজিকা দুটির মাঝে এখন অনেক দূরত্ব।
আর দু-দিন বাঁচতে চাওয়ার মতো
আর আছে টাই বা কি!?
হ্যাঁ! আছে আছে!
এখনও কিছু আছে!
যার প্রতিটা দাঁড়ি-কমা-পূর্ণচ্ছেদে বন্দি তুমি-
'এই কবিতা'
যার মধ্যে বিলীন হয়ে যায় তোমায় নিয়ে একা,
আর কিছু স্বপ্ন;
যেখানে কেউ ডেকে বলে-
আমি আছি এখনও তোমার জন্য।।