দেখলাম রাস্তায় একটি স্নিগ্ধ শিশু
এদিক ওদিক কি যেন খুঁজে বেড়াচ্ছে।
আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম
-এই তুমি কি খুঁজছো?
করুন ব্যাথাতুর কণ্ঠে উত্তর দিল
-হারিয়ে গেছে!কোথাও খুঁজে পাচ্ছিনা!
-কি হারিয়ে গেছে আমায় বল
আমি খুঁজে দেব
মেয়েটির ঠোঁটে ক্ষিণ হাসি খেলে গেলো
বললো
-তুমি খুঁজে দেবে
বললাম
-হ্যাঁ, বল কি হারিয়ে গেছে?
-"মনুষ্যত্ব"
বুকের ভিতরটা ছ্যাৎ করে উঠলো
কোথায় খুঁজে পাবো মনুষ্যত্ব!?
সেতো বহুকাল আগে, চাপা পড়ে গেছে
মানবসভ্যতার তলে!
আমি চাপা স্বরে
তার হাত ধরে বললাম
-সে হারিয়ে গেছে বহু দূরে
তাকে আর পাওয়া যাবেনা ফিরে।
সে উদাস মনে, গিয়ে বসে পরে
রাস্তার ধারে শুয়ে থাকা এক মানুষের পাশে।
আমি অবসন্ন মনে
ফিরে আসি বাড়িতে।
না কিছুতেই শান্তি ফিরেনা এই মনে
আবার ফিরে গেলাম সেই শিশুটির কাছে।
দেখলাম সে সেই খানেই বসে আছে
রাস্তায় শুয়ে থাকা মানুষ গুলির পাশে।
আমি তার সামনে গিয়ে
তাকে জিজ্ঞাসা করলাম
-এই তোমার নাম কি?
মেয়েটি ক্ষিণ কণ্ঠে বললো
"আশা"
-বাড়ি কোথায় তোমার?
-তোমার মনে।
সে উত্তর দিল
বললাম
-চলো আমরা দুজনে খুঁজবো
"মনুষ্যত্ব কে"
-কোথায়?
-গোটা বিশ্বে
প্রয়োজনে এই মানব সুমদ্র মন্থন করে
তার টোল থেকে ফিরিয়ে আনবো
"মনুষ্যত্ব কে"
তারপর আশাকে কোলে তুলে
বেড়িয়ে পড়ি মনুষ্যত্ব এর খোঁজে।।