আছে আছে খুঁজে দেখো;
ঘোলা জলে কৈ-মাগুরের মতো
মাথা গুঁজে পড়ে আছে ,
শুধু গন্ধ শুঁকে পাবেনা
একটু রক্ত দিয়ে দেখো।
ছেড়ে দাও বরং আগুন জ্বালো
উপত্যকার শেষে। কুয়াশার তাড়া খেয়ে
ছাই গুলো জমাট বেঁধে কালো পাথর হবে,
তখন লালারস ঠিক গড়িয়ে আসবে শিখর থেকে
শুধু একটু অপেক্ষা তারপরেই:
আগুন নিভে উঠে আসবে বিষাক্ত ধোঁয়া;
স্বরধ্বনির বাড়বে দৈর্ঘ্য
বিদ্যুৎ এর চমক ঝলসে দেবে চোখ।
তারপরে'ই সব অন্ধকার
শুধু আগুনটা জ্বেলে দেখো;
খুঁজে পাবে।