ওই কল্পনায় এঁকেছি
তোমার ছবি
রাঙিয়েছি স্মৃতির আল্পনায়....

ওই হৃদয়ের ডাক শুনেছি
তবু পারিনি কাছে যেতে
তোমার....

আশার জোয়ারে ভেসেছি দুজনে
তবু সরে গেছি যেন আরো দূরে....

ওই কল্পনায় .... এঁকেছি তোমার ছবি....
.
.
.
.
কবে শেষ দেখা তা মনে নেই
এখন তো আসোনা আর স্বপ্নেও...
কাছে পেতে তাই ছুটে যায়
এই মন বারে বারে অতীতে...

একা ফুটপাতে হাঁটি তাই
শূন্য যে হাতটা থাকে যায়
কাছে এসে হাতটা ধরে দেখ
কত কথা চেপে আছি হৃদয়ে...

এখন তো কেউ আর ডাকেনা
পিছন ফিরে আমি আর দখিনা
জানি একা হয়ে গেছি তাই
বারে বরে ফিরে জাই অতীতে...
.
.
.
.
কবে শেষ দেখা তা মনে নেই
এখন তো আসোনা আর স্বপ্নেও...
কাছে পেতে  তাই ছুটে যায়
এই মোন বারে বারে অতীতে...

একা ফুটপাতে হাঁটি তাই
শূন্য যে হাতটা থাকে যায়....
কাছে এসে হাতটা ধরে দেখ
কত কথা চেপে আছি হৃদয়ে.....

এখন তো কেউ আর ডাকে না
পিছন ফিরে আমি আর দেখিনা....
জানি একা হয়ে গেছি তাই
বারে বারে ফিরে যাই অতীতে.....
.
.
.
.
ওই কল্পনায়... এঁকেছি তোমার ছবি...
আর রাঙিয়েছি স্মৃতির আল্পনায়....
.
.
হৃদয়টা আজ শুধু কাঁদছে
তোর কথা বড়ো মনে পড়ছে...
শেষ বার দেখা তুই দিয়েযা
আমি আর কারো চোখে ভাসবনা....

ওই আকাশ যে আজ আমায় ডাকছে...
একটা কথাই কানে ভেসে আসছে...
পৃথিবী যে আজ বড় নিষ্ঠুর
ভালোবাসা বোঝেনা কেউ এখানে....
.
.
.
হৃদয়টা আজ শুধু কাঁদছে
তোর কথা বড় মনে পড়ছে....
শেষ বার দেখা তুই দিয়ে যা
আমি আর কারো চোখে ভাসবোনা...

ওই আকাশ যে আজ আমায় ডাকছে...
একটা কথাই কানে ভেসে আসছে...
পৃথিবীটা আজ বড় নিষ্ঠুর
ভালোবাসা বোঝেনা কেউ এখানে......
.
.
.
কাল থেকে আর
তোর কাছে আসবো না...
কারো চোখে আর ভাসবো না

আসবো শুধু তোর কল্পনায়
ভিজিয়ে দিস তোর স্মৃতির বর্ষায়...
ওই কল্পনায় এঁকেছি...
তোমার ছবি...
রাঙিয়েছি স্মৃতির আল্পনায়....