থর-থর-থর কাঁপে ঘাস গুলো
আকাশ এর মুখ হয়েছে কালো
সন-সন-সন বইছে হাওয়া
গাছেরা দিচ্ছে ঘর গুলোকে পাহারা।
গুম-গুম-গুম করে আকাশের বুক
মা ছেলে কে বলে 'বাবা ঘরে ঢুক!'
ঝরো-ঝরো-ঝরো ঝরিছে বারি
নরম হলো শুকনো মাটি।
চিক-চিক-চিক করে গাছের পাতা
আবার গিয়েছে সূর্যকে দেখা।