আমারও হতে ইচ্ছা করে সে গন্ধ,
যে গন্ধ ছড়িয়ে থাকে তোমার শরীর জুড়ে।
হতে ইচ্ছা করে সে পথ,
যে পথে রোজ তোমার আগমন ঘটে।
হতে ইচ্ছা করে সে বাতাস,
যে বারে বারে বয়ে যায় তোমার মন ছুঁয়ে।
আচ্ছা আমিও কি কখনো হবো?-
'তোমার দৃষ্টির গভীরতা পায় যাতে'
-সেই বস্তু।
'তোমার নিঃশ্বাস আঁচড় কাটে যাতে'
-সেই বায়ু।
আর 'তোমার স্বপ্নের নৌকা ভাসে যাতে'
-সেই নদী।
হবো কি কখনো!?
জানি হবোনা।
জানি হবোনা!
তবুও বৃথা সাধনা,
অদৃশ্য স্বপ্নের লিপি গুলো
শব্দ হয়ে ঝড়ে পড়বে তোমার দ্বারে।
ভাবনা গুলোর ঝড় ধীরে ধীরে
জোট পাকিয়ে দিচ্ছে মস্তিষ্কের শিরা উপশিরা গুলোর মধ্যে।
আর উদাসীনতা কৃষ্ণ গহ্বরের ন্যায়
গ্রাস করে নিচ্ছে সময় আর ভাবনা গুলো কে।
তাই আর ভাবনা গুলোর সুস্পষ্ট চাপ আর ফুটে উঠে না
সাদা কাগজের মাঝে।
হয়তো কখনো হয়ে উঠতে পারবোনা
'তোমার ঠোঁটে ভাসে যে'-
সেই সুর
তবুও হয়ে উঠতে ইচ্ছা করে
তোমার পেয়ালার চায়ের শেষ চুমুক।।