এই দুমুখো পথ!
এক মুখ গ্রাস করে নিতে চায়
তার অন্ধকার গহ্বরে
আর এক মুখ ঠেলে দিতে চায়
এক অনন্ত জনশূন্য পথে।
মাঝে ল্যাংরার মতো পড়ে থাকি
এই পথে বন্দি আমি।
সুমদ্র তরঙ্গ ভেঙে পড়ে
কানে ভেসে আসে বালিরাশির আর্তনাদ,
ছুটে যাই.....
না এতো তাদের উচ্ছাস মাত্র
আর্তনাদ তো নয়।
তাদের বুকে আছড়ে পড়ে ঢেউ গুলো ভেঙে যায়,
তাদের বুক নয়।
না না আর দেরি নয়
পশ্চিম আকাশে রক্তের দাগ ধরেছে,
দানবটা হত্যা হওয়ার আগেই
এই পথ পার হতে হবে।
বট ঝুড়ি নাবানোর আগেই বেরিয়ে যেতে হবে
নাহলে এ দরজা পেঁচিয়ে ধরবে সে।
পরে না-হয় ভালোবাসার গা থেকে-
ধুলো ঝেড়ে, দেওয়া যাবে তাকে।
এই শহরের বিষাক্ত কালো ধুঁয়া গুলো
দুমড়ে মুচড়ে নতুন করে গড়তে চায় আমায়।
না না তার আগের......
এলোমেলো লাইন গুলো পুটলি বেঁধে নিয়ে,
গোপনে কাব্যটা গড়ে তুলতে হবে।।