আমি দূরত্বের সংবিধান বাড়ে বাড়ে পাঠ করেছি,
জেনেছি দূরত্বের অর্থ কেবল
একাকিত্ব।
নিঃসঙ্গ ব্যস্ততার বুক চিরে উঠে আসে
জটিল সব ভাবনা,
শিকড়হীন তাদের কান্ড
গন্ধে ভেসে বেড়াই তারা।
তুমি
কলার ধরে কখনো টেনেছো কাছে?
হৃৎপিন্ড জাপটে ধরেছো!?
তার অন্তরের শব্দ কখনো
অশ্রু ভরাইনি তোমার চোখে!?
তুমি কেবল গভীর গিরিখাতের ন্যায়
গিলে খেতে চেয়েছ
সময়।
তবুও প্রাচীন কোনো এক সাহিত্য থেকে
ভালোবাসার অর্থ খুঁজে বেড় করে
উপস্থাপন করো,
জয়ের লক্ষে।
সবাই জিতে যায়,
কেবল মাঝ সুমদ্রে আটকে রয়ে যায়
মাস্তুল ভাঙ্গা জাহাজের
অসহায় ভাগ্যবান নাবিক!