ভালোবাসার ঘেরাটোপ ভেঙে,
ক্রমস এ সমাজকে,
গ্রাস করে চলেছে হিংসা।

ভাতৃত্ত্বের শিখল ভেঙে,
তার মাঝে ঢুকেছে রাজনীতি!

বড়ই অদ্ভুত এ সমাজ
যেখানে ভাইয়ের হাতে
ভাইয়ের রক্ত মাখা ছুরি!

মানুষের মনের কথা,
আজ শোনে শুধু মনে।
পৌঁছায়না পাশের জনের কানে।

চাইনা এমন গণতন্ত্র,
যা ভাইয়ের থেকে
ভাইকে নেয় কেড়ে,
এর থেকে ভালো ছিল রাজতন্ত্র!

বড়ই বোকা এই বাংলার মানুষ,
যারা নেতাদের কথায় উঠে বসে।
আর ভাতৃত্বকে পথের ধুলায়
নিঃশেষ করে!

সুন্দর বাংলার সবুজ সকাল
আজ রক্তে ভিজে লাল!

কেন!?
"তা তোমরা নিজেরাই জানো"

এর চেয়ে তো বেশ ছিলাম পরাধীন,
মানুষ মরত দেশের জন্য,
ভাইয়ে ভাইয়ে হাত ধরে দাঁড়াত প্রতিবাদে
ব্রিটিশের হাতে মরত
তবু ভাইয়ের হাতে তো নয়।

অনেক তো হলো এবার থামাও,
আবার ভাতৃত্বের হাত বাড়াও।
আবার রাখিবন্ধন পালন করো।

হিংসাকে ছুরির আঘাতে
দাওনা ভেঙে!
গড়ে তোলা এক নতুন বাংলা
যেখানে হিংসা মারামারি থাকবেনা।

বাংলার সবুজ সকাল
আবার ঝকমকিয়ে উঠবে সূর্যের আলোয়!
আবার ভোরে ডাক উঠবে:
"চল ভাই ভোর হল
মাঠে চল!"