শান্তির বাণী শুনিয়েছো অনেক
এবার ওঠো গর্জে,
কাঁদছে দেখো ভারতমাতা
রক্ত ভেজা বক্ষে,
বীর পুত্রের নিথর দেহ বক্ষ মাঝে আটকে।
ভারতমাতা চাইছে আজ
শত্রুর রক্তে স্মান করতে।

বুকের ভিতর ক্রোধের আগুন,
বেশি করে নাও ভরে,
শত্রুর বুকে মরণ তির এবার দাউ ফুঁড়ে,
বীর শহীদের রক্তের দাগ মুছে যাওয়ার আগে।
শহীদের আত্মা শান্তি পাবে
শত্রু ধ্বংস হলে।


'দেশের জন্য নিয়েছি জন্ম
দেশের জন্য মরবো'-
এই দীক্ষায় দীক্ষিত যারা
জানি তারাই হলো সৈন্য।
রক্তে তাদের ফুঁটছে লাভা
বন্ধুক চাইছে শিকার
পাকিস্তানি জঙ্গি দের
করবে তারা প্রাণনাশ।

শান্তি নয় বদলা চাই
ফুঁসছে গোটা দেশ
একশো পঁচিশ কোটি এক হয়েছি
এগিয়ে চলো বীর সৈনিক।
পাকিস্তান ধ্বংস হলে
শান্তি পাবে ভারতমাতার প্রাণ।

সিন্ধু হবে রক্ত নদী, মাটি হবে লাল
পাকিস্তান ধ্বংস হবি করব খুঁড়ে রাখ।।