শুকনো বালুচরে উজানি হওয়ার স্রোত
আজও যায় বয়ে চলে,
এক অপূর্ণ প্রেমের মানচিত্র এঁকে দিয়ে।
শুস্ক বালুকণা গুলি তৃষ্নাৰ্থ কণ্ঠে
চিৎকার করে বলে: ফিরে এসো প্রিয়া
আবার ভাসাও মোর দেহ ভালোবাসার জোয়ারে।
নোনতা স্বপ্ন গুলো আজও আছড়ে পরে
এখন কেবল উপকূল ক্ষয় করে যায় চলে।

আজও ভালোবাসা শত শত বৃক্ষের অন্তরালে
বিকশিত হয়ে, ঝরে পরে অবহেলায়।
লবণ জলের ধারায় ভিজে
সেগুলি আজও আছে টিকে তোমার অপেক্ষায়।
মেঘলা রাতে অন্ধকার উপত্যকা পর করে
চলে যায় তারা ধ্রুব তারার খোঁজে।

আজ ধূলিঝড়ে চাপা পড়ে যায় স্মৃতিলিপি গুলি
আবার কোন ধূলিঝড়ে মুক্তি পাবে ইতিহাস হয়ে
সেদিন ভরা নদীর ঢেউ তীরে এঁকে দেবে
এক বিশুদ্ধ ভালোবাসার মানচিত্র।

....................❤️