প্রেম চাইনা, চাই ভালোবাসা
যা হিমালয়ের মতো গেঁথে থাকবে
আমার মনের শত শত ফুট গভীরে।
হাজারো কুলসিত গোলাপের
জীবিত লাশের ভাগিদার হতে চাইনা আমি
আ-সুমদ্র মন্থন করে একফোঁটা সুখ চাইনা আমি,
বরং বেশ আছি কালো রক্তের শরীর নিয়ে।
প্রেম চাইনা, ভালোবাসা চাই আমি।


বিষাক্ত প্রেমে হাজারো দেহের ঘটছে প্রচ্ছন্ন মৃত্যু।
অসহনীয় বিষের জ্বালা থেকে-
চাইছে মুক্তি, জীবিত লাশ গুলি।
মৃত মনের, ভাগার গিয়েছে ভরে
নেহাত'ই দুর্গন্ধ বেরোয়না
নয়তো পৃথিবী হয়ে উঠতে বাস অযোগ্য।
মৃত মনের, ভাগারে জায়গা নেই খালি
যেটুকু আছে তা ভীষণ দামি,
তাই, প্রেম চাইনা, ভালোবাসা চাই আমি।।