এ জীবনের আরও গভীরতা স্পর্শ করতে চাই
যেখানে খনিতে থাকে কাব্য,
মহাসাগর সেখানে এক বিন্দুতে
বৃষ্টি মানেই অস্বস্তি।
যেখানে আগুন থেকে উৎপত্তি জলস্রোত
রক্ত সেখানে নীল।
যেখানে নেশা বন্দি কলমের পেটে
আর শব্দ স্রোতে জীবন।
কাঁচ ভাঙলেই নতুন ছবি
রাত্রির নেই জানালায়
ঘুমিয়ে পড়লেই সাপের ছোবল
জেগে থাকায় জীবন।
আগুনে পুড়ে পেজা মেঘ
মিষ্টি হাসে নদী,
আরও গভীরে হাত ঢোকালে
হরিণ সিঙে গুঁতোগুঁতি।।