আমি স্বপ্ন দেখি;
অশুচি প্রেম, হয়ে উঠবে একদিন
গঙ্গা জলের মতো কাম্য।
প্রেমিকের মন থেকে ঘুচে যাবে 'প্রেমাতঙ্ক'।

আমি স্বপ্ন দেখি;
লোভী প্রেমিকের লালসা মিটবে-
প্রেমিকার মিষ্টি হাসিতে, নয় উলঙ্গ আলিঙ্গনে!
সারা পৃথিবী গ্রাস হবে ভালোবাসার চোরা বালিতে।

আমি স্বপ্ন দেখি;
সকল নারীর মন থেকে মুছে যাবে
মধ্য রাত্রির অন্ধকার,
করবে গভীর রাত্রে নির্ভয়ে গমন দূর থেকে দূরান্তে।
রক্ত পিপাসু মানুষ গুলি
পোলিওর মত হবে দূর।

আমি স্বপ্ন দেখি;
সারা পৃথিবী ছেয়ে যাবে স্বার্থহীন প্রেমে
ব্যার্থ প্রেমিকের কান্না ঘুচে যাবে চিরতরে।
ব্যার্থ প্রেমের স্তব্ধ হৃদয়
ভেঙে চুরমার করবেনা
সন্তান হারা মায়ের বুকের পাঁজর।

আমি স্বপ্ন দেখি;
সকল নিখাদ প্রেমের পূর্ণতা ঘটবে
চির জীবনের বন্ধনে।
অশুচি প্রেম যাক ঘুচে-
মানুষের মনে প্রেমবোধ সৃষ্টিতে।।

....………...........