অন্ধকার ঝাউ বনে শিকারে নাবতে-না-নাবতেই
আলোটাকে লণ্ঠনের মাঝে বন্দি করে
নির্যাতন শুরু
উলট-পালট করেছে অনেক
মাথা নত করে দাঁড়িয়ে বৃক্ষ গুলি।
বজ্র-পিষ্ট হয়ে মরেছে
শিখর ছুঁতে চাওয়া ফুলকুরানি
ভোরের আলো ফুটতেই
অন্ধকার মুখফিরে দেখে
তাকে হাঁ করে গিলে খেতে আসছে
এক গভীর ক্যানিয়ন,
আলোর এক ধাক্কায়
অন্ধকার পরে থাকে
ক্যানিয়নের গভীরে এক কনে
অন্ধকারের যবনিকাপাত করে
আলোর চাদর গায়ে মুড়ে
ঘাসের বিছানায় লুটোপুটি খায়
এক নতুন সকাল
রাত্রির ঝড়ের ভয় শেষ
এবার শুধু পুব দিকে বহু বাড়িয়ে দিয়ে
তাকে আপন করার পালা।।