শীতের হাওয়ার দাপটে কাঁপে
ছোট্ট ঘরের সুখ,
কাশফুল গেছে ঝরে
এবার রক্ত গাঁদা ফুটুক।
তুফানের ভয়ে কাঁপে
ছোট্ট প্রেমের তরী,
তুফানকে জয় করে
এবার দিক দ্বীপে পাড়ি।
একাকিত্বের চাদরে মোড়া জীবন
খোঁজে সেই মায়াবী সুর এখন।
রাত্রির ঝড়ে দুমড়ে যাওয়া গাছটি
আবার প্রভাতে মাথা তুলুক
নতুন করে আবার গোলাপ ফুটুক।
অতীতের স্মৃতি ঘেরা রাস্তাটি
আবার কুয়াশায় ভরে উঠুক
শুস্ক ঘাসের ডগায় আবার শিশির জমুক।
শীতের হাওয়ার দাপটে ঝরে
শিরিস গাছের পাতা,
শীতের চাদর ভেদ করে
হারানো প্রেম আবার তুলুক মাথা।