সান্নিধ্য আকাঙ্খা লোভী কস্তুরী ঘ্রাণে
মৃগলব্ধ এই প্রাণ বার বার ছুটে যায়
মস্তিষ্ক প্রক্ষালনের হেতু নেই তার
তবু দেখছে হায় মানুষে মানুষ ভাঙায়
যেজন প্রেমিকা নয় সাধনার মার্গ সেও
ব্যবহৃত প্যাকেটের ন্যায় ছুড়িয়াছে ফেলে
সাধনার পথ সহজ নয় জেনে এই কথা
সাধক পুরুষ মন শ্মশানের দিকে চলে
শ্মশান যদিও হেতু , প্রতীক্ষা আসলে
কুরে কুরে খায় সময়ের আত্মজন
সাধকের সাধারণ গেঁয়ো সরলতা
ভালোবেসে হাতে তার রাখিবে শমন
সেই দিন কোনো পথ থাকিবেনা মনে
ফিরিবার আকাঙ্ক্ষা লোভী কস্তুরী ঘ্রাণে