ঘাস ছিল তাই
শিশির পেলোনা মাটিকে
ঘাস ছিল বলেই
মাটি পেলনা শিশিরের সুখ
সূর্যের তাপে এরপর যা হবার তাই হল
শিশির হারিয়ে গেল, দেখলো না কেউ
মাটির দুঃখ দেখে আকাশে ঘনালো মেঘ
তুমুল নামলো বৃষ্টি - যেরকম নামে ।
মাটি ভিজে একাকার, উর্বর
তারপর,
ঘাসের শিকড় ছড়িয়ে গেল আরো
চকচকে পাতার ফাঁকে ফুটে উঠল ফুল ।
ভোরের আলোয় গিয়ে দেখো
শিশির সেখানে উঁকি দেয় আবার ।