একসময় মানুষ বলতে শিখে যায় - " এখন এভাবেই ভালো আছি জানিস । " কারো উপর রাগ হলে , অভিমান হলে কাউকেই আর জানানোর প্রয়োজন বোধ করে না । বুঝে যায় প্রিয়দের কথা কাউকে বলতে নেই । তারপর প্রিয় নামের গোপন সিন্ধুকটিকে বিদায় নেবার আগে ঠিক কোনো যখের ঘরে লুকিয়ে দিয়ে যায় , কেউ তার খোঁজ পায় না ।
এতো কিছুর পরেও কেউ কেউ হয়তো আশাবাদী সেই ইউটোপিয়ান রয়ে যায় , ফিরে পাবার সুতীব্র ভালোবাসার কারণে শয়তান হতে হতে হঠাৎ তার মনে হয় কে যেন " এই ছন্নছাড়া দাঁড়া বলছি " বলে পিছু ডাকছে । যে পিছু ডাকে কোনো অমঙ্গলের সূচক নেই ।