বড্ডো এখন বেখেয়ালী বুঝতে পারি বেশ
আমার তো সেই কয়েক নদী একমাত্র দেশ
একটি জীবন শিকল বাঁধা প্রলুব্ধকর হাওয়া
জড়িয়ে ছিঁড়ে সময় জুড়ে দুঃখ শুধু পাওয়া ।
কাল বোশেখের দিনটি ছিল কৃষ্ণ কালো মেঘ
আমার ঘরের চাল উড়েছে স্তব্ধ ভাবাবেগ
ভিজলো মাটি বইলো হাওয়া মাতাল করা স্বাদ
গড়তে গিয়ে জীবন দেখি তছনছে বরবাদ ।
পলাশ পাড়ার শূণ্য জীবন দীর্ণ মাটির বুক
গ্রীষ্ম দিনে শাপলা মেয়ে বৃষ্টি হয়ে নামুক
ও কবুতর শাপলা দিঘির সামনে কবে এলে
মীরা যেদিন গাইলো ভজন শান্ত ম্যায়ফিলে ।
উঠলো ফুটে মাধবীলতা কাঞ্চন আর বেলি
বললো আমায় শাপলা মেয়ে রাগ করে বেশ গেলি
আমি তখন বলবো কী আর দ্রীম্ দ্রীম্ দ্রীম্ বুক
রাধা মীরা একটি নারী শাপলা হয়ে নামুক ।