এই নশ্বর দেহের কবলে ইতিহাস হারা নদী
মীর কাশেমের কল্প চিতা সেখানে সাজাতে যদি
তেঁতো মুখে রক্তের স্বাদ বৃথা সায়ানাইডের পিল
মৃত্যুর কোলে প্রীতিলতা ঢলে স্বাধীনতা স্বপ্নিল ।
জরাসন্ধের ছিন্ন শরীরে হেসে ওঠে বৃকোদর
রাবণের ঘরে রামায়ণ লেখে দস্যু রত্নাকর
দৈপায়ন ইলিয়াড পড়ে করে আছে মুখ ভার
অন্ধ কবির ক্লান্ত চোখেতে মহাভারতের হাহাকার ।
সাজাহান শুধু তাজমল গড়ে ভেবে ইতিহাস কথা
কবরের তলে বোকা মমতাজ প্রেমিকার নীরবতা
রাজপ্রাসাদের কুঠুরি ঘরেতে মৃত্যু আঁধারে ঘোর
হয়ে শকুনি শয়ে জন্মায় যত রাজনৈতিক চোর ।
তুমি আর আমি আমরা যুগল প্রেমের পর্দা মুড়ে
চুমু খাই রোজ রেলিং ধরে মেট্রো রেলের ভিড়ে
মনিপুর জোড়া নগ্ন মিছিলে হেঁটে যাই তুমি আমি
সভ্য সমাজে জামার ভিতর জেগে যায় চুলকানি ।
সৌরভ লায়েক ১৩/০৫/২০১৮