তুমি সুচতুর , সুন্দর করে ঘৃণা দিলে

বিরহী সারেঙ
উড়তে পারে না বলে ভেসে যায়
বিরহী সারেঙ
ভাসতে ভাসতে একদিন ডুবে যাবে বলে
ভেসে যায়

সুদীর্ঘকাল দাঁড়িয়ে একটি মিথ্যে নক্ষত্রের মায়ায়
ভয়ংকর তেষ্টায় জেগে ওঠে রাত ভোরে কাকে খোঁজো ?

প্রলোভন নয় প্রিয় মুখে চেয়ে আছে দ্যাখো

সেই মৃতপ্রায় ক্যানিয়ন
মরবার আগে শেষ জলটুকু দিয়ে যেতে চায়
এসো তেষ্টা মেটাও

তুমি সুচতুর , রাত ভোরে উঠে ঠিক
কাপড়ের খুঁটে ঘাম মুছে নাও , কষ্ট লুকাও