যেটুকু দেখা যায় -
যেটুকু আছে বলে জানো
সেটা জীর্ণ সাঁকোটির গুন
মধ্যস্থ জলের ভেতর কত সিংহনাদ
হে নম্র বধির
সে কথা শুনতে পাবে না
দূরত্ব বেড়েছে অনেক
অন্ধ আকাশের গায়ে
অলীক আনন্দে মরা চাঁদের জ্যোৎস্না
খাবি খায় ২০দুষ্ট মীনের শহরে