মাথার কোনে ফুল লাগিয়ে
ফুলের মতো দাঁড়িয়ে আছিস তুই
লাজ পেয়েছে তোকেই দেখে
বসন্ত-ফুল, গ্রীষ্ম দিনের জুঁই
এমনভাবে দেখবো তোকে
এই জনমে ভাবিনি কোনোদিন
থমকে যাওয়া সময় - ঘড়ি
সচল করে ফোটানো আলপিন
তোর কারণেই শরৎ দিনে
শিউলি ঝরে পড়লো রাশি রাশি
মল্লারে তাই উঠলো বেজে
মনকেমনে বিসমিল্লার বাঁশি
বিবাগী হাওয়া বাউল সুরে
ওড়ায় আঁচল ধূপছায়াটির বাঁয়ে
এই শোন তোকেই বলি - পালিয়ে যাবি
একলা হওয়া গাছগাছালির গাঁয়ে ?
শূণ্য পথ তুই আর আমি
পথের পাশে শাপলা সরোবর
বাঁধবো বাসা পাখির মতো
নীড় হারানো ঝড় পেরোনোর পর ।
সৌরভ
বিষ্ণুপুর