১.

ডাল বেয়ে আকাশের দিকে উঠে গ্যাছে
                                    সীমের লতা

যেরকম মেয়েটি উঠে গ্যাছে একদিন
যেরকম ছেলেটিও চলে গ্যাছে একদিন
            পুরোনো দিন গুলিকে ফেলে রেখে ...
২.

যে মেয়েটির আসার কথা ছিল সে আসেনি
যার আসার কথা নয় সেও ফিরে গ্যাছে

আসা যাওয়ার মাঝে সেটুকুই অপাংক্তেয় আলো
ছিটকে পড়ছে বারান্দায়

           শুকনো খামারে অবিনস্ত খড়ের গাদায়