মানুষের কাছে হাঁটু মুড়ে বসলেই
একদিন তারা দূরে চলে যায় সুদেষ্ণা
এটুকু বুঝেছি এতোদিনে
সুদে - মূলে
ক্ষণিকের আবেগ থেকে ফিরে এসে
বিপন্ন হৃদয়ে দেখি
বাস্তব হাততালি দিচ্ছে বৃহন্নলার মতো
সাত সূর্যের আলো গায়ে মেখেও অন্তরে
যেন কৃষ্ণগহ্বরের অন্ধকার
যে কথা আলোও জানবেনা কোনোদিন
যে কথা জানবেনা তুমিও