নক্ষত্রেরা সব কথা জানে না
তাই তারা মিটমিট করে চেয়ে থাকে পৃথিবীর দিকে
ঠিক যেরকম উত্তর জানে না
পরীক্ষার হলে খাতাটির দিকে চেয়ে থাকা অবাঞ্ছিত গার্ড
তবু তাদের থাকতে হয় কৃষ্ণপক্ষের রাতে
প্রার্থিত আঁধারের সাক্ষাতে
সূর্যের তাপ কিংবা শশীকলা, কতটুকু জানে
পৃথিবীর বুকে ভাটা ও জোয়ার তাহাদের টানে ।