নীরাকে এভাবে দেখলে মন ভালো হয়ে যায়
নীরা পরে আছে পলাশের মালা
পলাশের মুকুট, পলাশের বালা
পলাশের নীরা, না কি নীরার পলাশ ?
এমন করে মিলে যায় দুটি ফুলে
আমার ভাবনারা হয়ে ওঠে এলোমেলো
নীরাই পারে পলাশের মালা পরে পরমান্ন মুখে নিতে
নীরাই পারে পলাশে সজ্জিতা হয়ে প্রথমান্ন মুখে নিতে
সুনীল বাবু, আপনি নীরাকে এভাবে দেখেছেন কখনো ?
নীরার বয়স, সাত মাস
যেভাবে আমি দেখেছি নীরাকে ...
তাকে আমি 'মা' বলতে পারবো, আপনি পারবেন না