যারা টুকরো সাবান গায়ে মাখেনি কোনোদিন
লজ্জা ঢাকতে নির্দ্বিধায় পরেনি অন্যের জামা
তাদের কাছে জীবনের অর্থ শুধু নিজস্বতা টুকু
তাদের নিঃস্ব চরণে দিলাম বিনম্র হলফনামা ।
এই পৃথিবীতে সকলেই দাস তবুও মানুষ এসে
রাজত্ব কায়েম করে ফিরে যায় বিফল সন্ন্যাসে
নামগোত্র হীন শাড়ির আঁচলে জানি নেই স্থান
অন্তর্বর্তী কোয়ান্টাম মেথডে তাদের অবস্থান ।
সূর্যোদয় হবে বলে চলে যায় তারা কৃষ্ণগহ্বরে
ফেনিল সর্পবিষ আজ তাদের শিরার অন্তরে
প্রতিটি নীল ধমনীর মতো নীল শীতের শিরায়
সরীসৃপ ও তাদের মাঝে দুই মেরু অন্তরায় ।
কোনদিন তারা বোঝেনি মাটি লাঙলের মর্ম
শুধু ওম্ ওঠা সুগন্ধি চালের ভোগ করে যায়
তারাও যে দাস কর্পোরেট অফিসের আড়ালে
টাকার গন্ধে তাদের মানবতা হয়েছে সুপ্ত প্রায় ।
অবচেতন মনে লিখে ফেলেছি , ভুল ধরিয়ে দিতে অনুরোধ রইল ।।।।