বিকল্প থাকলে জানো
মায়েরাও একদিন মরে গেলে ভুলে যায়

একথা হয়তো বিকট তিক্ত মনে হতে পারে
বিশ্বাস করো - মিথ্যে নয়
        অনেক সন্তানহারা জননীর হৃদয় খুঁড়ে দেখেছি
তারপর এই কথা তোমাকে লিখছি সুদেষ্ণা

যতোটা আলোকবর্ষ  দূরে স্বাতী নক্ষত্র
ঠিক তার দু'গুন ভুলে যাওয়ার অলীক দূরত্বে আমি
পেণ্ডুলামের মতো ভেসে আছি
আছি সমস্ত ভ্রান্ত জালে জড়িয়ে , বুঝলে না ?
তাহলে এসব বলে লাভ নেই

তার চেয়ে শোনো
বিকল্প যখন মানুষে     তখন একপ্রান্তের নাম
'বিরহ' রাখলে
            মহাভারতের অশুদ্ধ হওয়ার ভয় নেই

তাহলে চলো কুরু সভায় গিয়ে কৃপের কাছে
             আশীর্বাদ  নিয়ে আসি - কিংবা অভিশাপ

আজন্ম উভয় কে মনে রাখার অভিশাপ
                                 প্রাপ্য শুধু মানুষের হোক