পরিচিত কিছু মুখ না‌ কি মুখের আদল
জীবন খেলছে জুয়া অদল বদল
কান্না লুকায় কত মুখোশের হাসি
ভালোবেসে কিছু মুখ এখনো প্রবাসী
নকল বুঝেছে যে চেনেনি আসল
পরিচিত কিছু মুখ   মুখের আদল

আকাশের বুকে আলো তবুও আঁধার
শব্দ হয়না কোনো স্বপ্ন ভাঙার
ইচ্ছেরা মরে গেলে কাফনের সুতো
জ্যান্ত লাশেরা খোঁজে মরবার ছুঁতো ?
দেখতে সচল হলেও আসলে অচল
জীবন খেলছে জুয়া অদল বদল ।