ঘাস ফুল অনেকদিন হয়েগেল তোমার পাড়ায় যাওয়া হয়নি । লকডাউনের পর চাপা হয়নি ব্যস্ত ট্রামে , প্রিন্সেপ ঘাটে একটু নিরালা খুঁজে দেখা হয়নি বহুকাল স্টিমারের আসা যাওয়া । মাঝে মাঝে ইচ্ছে করতো দ্বিতীয় বিদ্যাসাগর সেতুটা টপ করে মুড়ে পকেটে পুরে নিই, হাওড়ার ব্রিজটাকে রেখে আমি ঠিক কোনো পাহাড়ী ঝর্ণার পাশে। যেখানে দাঁড়িয়ে দেখতে পাবো শঙ্খশুভ্র সকালে পাহাড়ী ঝর্নার রক্তিম সুর্যোদয় দুটো পাহাড়ের অপার অহংকার ভেঙে দিয়ে। অথচ দেখো সে সব তো দূর অস্ত সামান্য রুবিক্স কিউবের লগারিদমটা পর্যন্ত ভুলে গেছি । মনে করতে পারছি না বাস - না ট্রেন - না স্টিমার ; কিসে গেলে তোমার পাড়ায় সবার আগে পৌঁছাবো। অনুভবের আয়না গুলো কেমন ভেঙে গিয়ে সময়টা আরো কংক্রিট হতে চাইছে। কিন্তু যার ভেতরে গ্রামীন সরলতা তাকে খুঁড়লে ফসলের ঘ্রাণ বেরিয়ে আসে সে তো তুমি জানো ঘাস ফুল। অনেকদিন হয়ে গেল তোমার পাড়ায় যাওয়া হয়নি , এখন তাকিয়ে দেখি তোমার পথটা ঘাস ফুলে ভরে আছে আমারই ভালোবাসা ।
কবিতাটি ২৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/০১/২০২২, ০৯:৪২ মি: